রায়পুর থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডাক প্রতিদিন ও ঢাকা টাইমস এর উপজেলা প্রতিনিধি ইসলাম উদ্দিন বাপ্পি (৩০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। মুমূর্ষু অবস্থায় ঢাকা নেওয়ার পথে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাপ্পি মারা যান।
শুক্রবার দুপুরে মোটরসাইকেলে যাওয়ার পথে রায়পুর-ঢাকা মহাসড়কের বাসাবাড়ি এলাকায় একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহত অপর দুজন রাকিব (২৮) ও বাবলুকে (২৬) মাতৃছায়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মালবাহী ট্রাক ও ট্রলি আটক করে থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক ও শিক্ষক ইসলাম উদ্দিন বাপ্পি বাড়ি থেকে মোটরসাইকেলে শিক্ষক বাবলুকে নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। বাসাবাড়ি বাজারের মসজিদের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোট সাইকেল থেকে ছিটকে পড়ে বাপ্পি মাথা ও বুকে মারাত্মক আঘাত পান। একই সময়ে ট্রাফিক মোড়ে দ্রুতগামী মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে পথচারী এইচএসসি পরীক্ষার্থী রাকিব গুরুতর জখম হন।
রায়পুর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, দুর্ঘটনার খবর পেয়েই মালবাহী ট্রাক ও ট্রলি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া চালকদের গ্রেফতারে চেষ্টা চলছে।