রংপুর থেকে জয়নাল আবেদীন: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবিবপুর গ্রামে সন্ত্রাসী হামলায় আদিবাসীদের ঘরবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, সহায়-সম্পদ লুটপাট, নারীদের শ্লীলতাহানি ও নির্যাতনের প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী ছাত্র পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গের আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়ন দিন দিন বাড়ছে অথচ সরকারের কোনো দৃষ্টি নেই। তারা দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্র পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, বাসদ রংপুর জেলার সমন্বয়ক আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ ।