কিশোরগঞ্জে নাশকতার দায়ে বিএনপির পাঁচ জন আটক

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জে নাশকতার দায়ে জেলা শহর ও বাজিতপুর থেকে বিএনপির পাঁচ নেতা কর্মীকে পুলিশ আটক করেছে। জব্দ করা হয়েছে মটরসাইকেল, পেট্রল ও ব্যাগভর্তি পাথর।

সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, শুক্রবার রাতে শহরের গাইটাল বারআউলিয়া মোড়ে গোপন সভা করার সময় বিএনপি নেতা কাঁটাবাড়িয়া এলাকার জুয়েল মেম্বার (৪৫), গাইটাল নামাপাড়া এলাকার শাহজাহান (৩৫) ও শাহজাহানকে (৩২) পুলিশ আটক করেছে। তারা শহরতলির সগড়া বিশ্বরোডে গাড়ি ভাংচুরের ঘটনায় সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা জানান, মটরসাইকেলযোগে পেট্রল ও ব্যাগ ভর্তি পাথর নিয়ে নাশকতার উদ্দেশ্যে যাবার সময় গজারিয়া এলাকা থেকে শুক্রবার রাত ৯টার দিকে দিলালপুর গ্রামের মনির হোসেন (৩০) ও জসিম মিয়া (৩০) নামে দুই যুবদলকর্মীকে আটক করা হয়েছে। এসময় মটরসাইকেল, বোতল ভর্তি এক লিটার পেট্রল ও একটি ব্যাগে রাখা পাথর জব্দ করা হয়েছে। এ ব্যাপারে এসআই হাবিবুর রহমান বাদী হয়ে পাঁচ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে বাজিতপুর থানায় মামলা করেছেন।