মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে শনিবার (৩১ জানুয়ারি) সিপিএ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুলাউড়া ইলেভেন স্টার ক্লাব ৭ উইকেটে বরমচাল ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সকালে টসে জিতে ইলেভেন স্টার ক্লাব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বরমচাল ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে আশিকের অনবদ্য ৬১ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ইলিভেন স্টার ক্লাব ৩ উইকেট হারিয়ে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ছয়টি ছক্কা ও দুই চারের সাহায্যে ৩০ বলে ৫৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন।
সমাপনি অনুষ্ঠানে সিপিএ সভাপতি কামরুল হাসান বকসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।