দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুড়িগ্রাম জেলার তিনজন এসএসসি পরীক্ষার্থী কারাগারে আটক থাকায় তাদের পরীক্ষা কারাগারের ভেতর নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, তিনজন পরীক্ষার্থী কুড়িগ্রাম কারাগারে ফৌজদারী মামলায় আটক থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ওই তিন পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষা কারাগারে বিধি অনুযায়ি গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিন পরীক্ষার্থী হলেন-কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ কাশিয়াবাড়ী গ্রামের শফিকুল আলমের ছেলে আতিকুর রহমান সৈকত, মধুরমোড় গ্রামের আমির হোসেনের ছেলে শাহরিয়ার ইসলাম হৃদয় ও উলিপুর উপজোর যমুনা ব্যাপারী পাড়া গ্রামের আজগার আলীর ছেলে সাদেকুল ইসলাম।