টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ধনবাড়ী থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে শনিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওয়াব ইনস্টিটিউশনের ম্যানিজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম বেলাল, সাখাওয়াত হোসেন, মীর আব্দুর রাজ্জাক প্রমূখ।

শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কারের ক্রেস্ট তুলে দেন ।