দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে অবরোধে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীদের নাশকতার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার অফিস জানায়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযানে জামায়াত-শিবির ও বিএনপির ২৪ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াতের ৩ জন, শিবিরের ৬ জন ও বিএনপির ১৫ জন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।