পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

রাজশাহী থেকে কাজী শাহেদ: এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল অবরোধ প্রত্যাহারের দাবিতে রাজশাহী ও কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন থেকে দাবি করা হয় হরতাল অবরোধকে কেন্দ্র করে সারাদেশে নাশকতার শিকার হচ্ছে শিক্ষার্থীরা, তাই এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের নির্বিঘে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য রাজনৈতিক কর্মসূচি পরিহার করার আহ্বান জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান বাদশা, শিক্ষার্থী আসমাউল হুসনা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ (৩১ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ১১টা থেকে শহরের কালিবাড়ি এলাকায় সরকারি এসভি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি সংবলিত প্লাকার্ড বহন করে। জেলার সকল উপজেলায় একই রকম মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

বারহাট্টা (নেত্রকোনা) থেকে মো. আমিনুল ইসলাম খান রিজভী:  রাজনীতির নামে চলমান সহিংসতা বন্ধ এবং নিরাপদ সমাজ, শিক্ষাঙ্গণ ও জীবন নিশ্চিত করার দাবিতে শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে বারহাট্টা সি. কে. পি. পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, বারহাট্টা সি. কে. পি. পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক অমলেন্দু সরকার বাদল, ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় পরীক্ষার্থীসহ সকলেই ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক পরীক্ষা চলাকালে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি বন্ধ রাখার দাবি জানান।

Human Chain-Barhtta                  Kishoreganj (Huma Chain)-31-01-15

পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে নেত্রকোনা ও কিশোরগঞ্জে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন