পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট শুরু

কাউখালী থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে শনিবার (৩১ জানুয়ারি) উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বালক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী সমবায় লীগের কেন্দ্রীয় সভাপতি মো. আমিনুর রহমান সগীর।

kaukhali khala-1
উদ্বোধনী খেলায় টাইগার ক্লাব জয়ী হয়

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এম. নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ড, সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপক রঞ্জন দাস, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন, আ. লতিফ খসরু প্রমুখ।

উদ্বোধনী খেলায় টাইগার ক্লাব ৬৫ রানে বলভদ্রপুর সমাজ কল্যাণকে পরাজিত করেছে।