পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

রংপুর থেকে জয়নাল আবেদীন: জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জ উপজেলার রওশনপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে কৃষক মোজাম্মেল হক নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন। এদের মধ্যে তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
rangpur muder photo 31.01.2015
পুলিশ জানায়, জমিজমা নিয়ে রওশনপুর গ্রামের মোজাম্মেল হকের সাথে তার খালাতো ভাই শহিদুল ও মিনু মিয়ার সাথে বিরোধ চলে আসছিলো। শুক্রবার এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে শহিদুল ও তার লোকজন মোজাম্মেল হককে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জানুয়ারি) সকালে মোজাম্মেল মারা যায়। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।