বড়লেখার গান্ধাই পুঞ্জি থেকে আদিবাসী তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গান্ধাই পানপুঞ্জি থেকে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে পুলিশ এক আদিবাসী তরুণী মোনালিসা খাসিয়ার (১৮) গলাকাটা লাশ উদ্ধার করেছে। সে মৃত জন খাসিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা মোনালিসা খাসিয়া শুক্রবার সকাল আটটার দিকে পুঞ্জির একটি টিলার ভেতরে পান জুমে পান সংগ্রহ করতে যান। বিকাল চারটার দিকে স্থানীয় লোকজন  টিলার তিনশত ফুট নীচে মোনালিসার রক্তাক্ত লাশ দেখে মোনালিসার পরিবারকে খবর দেন। এ ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী উপ-পরিদর্শক মো. আখতারুজ্জামান জানান, মোনালিসার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার ফলে তিন ইঞ্চি চওড়া আট ইঞ্চি গভীর ক্ষতের চিহ্ন হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মোনালিসার লাশ শনিবার (৩১জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর  প্রকৃত ঘটনা  জানা যাবে।  এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।