মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজার জেলার বড়লেখায় মজির উদ্দিন (৬০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার পরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
নিহত মজির উপজেলার উত্তর শাহবাজপুর ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি উত্তর শাহবাজপুরের নান্দুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়িতে খাবার খেয়ে শুয়ে পড়েন মজির উদ্দিন। ঘণ্টাখানেক পর তার মোবাইল ফোনে কল আসলে তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান। এরপরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক অটোরিকশার চালক গুরুতর আহত অবস্থায় মজিরকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বড়লেখা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।