রাজনীতির নামে সংঘাত-সহিংসতার প্রতিবাদে বিভিন্ন জেলায় সমাবেশ মানববন্ধন

পটুয়াখালী থেকে সোহরাব হোসেন: সারাদেশে ২০ দলের ডাকা অবরোধ, টানা হরতালের নামে সংঘাত, সহিংসতা ও পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) পটুয়াখালী লঞ্চ টার্মিনাল চত্বরে গণঅবস্থান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Patuakhali pic-76  (31-01-15)
হরতালের নামে সংঘাত, সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীর সম্মিলিত পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমাবেশ

পটুয়াখালীর সম্মিলিত পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ সমাবেশে ৫০টিরও বেশি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পটুয়াখালী দি চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ সভাপতি মো. মতিউর রহমান সিকদারের সভাপতিত্বে এ গণঅবস্থান ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম বাদল, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম.এ হালিম, উদীচী শিল্পী গোষ্ঠী সভাপতি সুভাষ চন্দ, বিশিষ্ট সমাজেসেবক আবুল হোসেন আবু মিয়া। বাকবিসিস পটুয়াখালী নেতা অধ্যাপক স্বপন কুমার খাসকেল, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সেলিম, জাতীয় মহিলা সংস্থার সভাপতি কানিজ সুলতানা হেলেন, শুকতারা মহিলা সংস্থার সভানেত্রী মাহফুজা ইসলাম, মহিলা পরিষদ সভানেত্রী ফাতেমা জব্বার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি অতুল চন্দ্র দাস, নিউমার্কেট ব্যবসায়ী সমিতি সভাপতি শাহজালাল খান, নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা ইলিয়াস মজুমদার, চিকিৎসা পরিষদ প্রতিনিধি ডা: জগন্নাথ পাল, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর গাজী হাবিবুর রহমান, ছোট্ট শিশু জাইমা জান্নাত জুই, খেলাঘর সহসভাপতি রবিউল আলাম বাবুল, আবৃত্তি মঞ্চের মানস কান্তি দত্ত প্রমুখ।

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: সহিংসতা বন্ধ ও জননিরাপত্তার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সাধারণ জনগণ, নোয়াখালীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উন্নয়ন কর্মী, সাংস্কৃতিক কর্মী, ছাত্র, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

হরতাল-অবরোধ ও রাজনৈতিক কর্মসূচির নামে হিংসাত্মক কার্যক্রম বন্ধের আহ্বানে সমাবেশে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী জেলার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ’র খায়ের ইমতিয়াজ দাউদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নূর আলম পারভেজ, সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ।

এ ছাড়া সংহতি প্রকাশ করেন নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক রুদ্র মাসুদ ও সু-শাসনের জন্য প্রচারাভিযান- সুপ্র’র নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা একটি স্বাধীন রাষ্ট্রের মানুষের জীবন জীবিকার উপর হুমকি। কেউ ক্ষমতায় থাকতে আর কেউ ক্ষমতায় যেতে নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেন সাধারণ মানুষ বলি হবে এমন প্রশ্ন তুলে তারা বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধে বিরোধী দল এবং সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।

তারা আরও বলেন, সংঘাত ও সহিংসতা নয়- শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই।

Noakhali Pic-1
সহিংসতা বন্ধ ও জননিরাপত্তার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ