লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে অবরোধ সমর্থকরা। ২০দলীয় জোটের ডাকা টানা অবরোধ চলাকালে শনিবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট মেঘনা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালক মো. ইব্রাহিমসহ দুই যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সিএনজি অটোরিকশার চালক মো. ইব্রাহীম (২৮) জানান, অটোরিকশায় তিন যাত্রীকে নিয়ে লক্ষ্মীপুর থেকে তিনি আলেকজান্ডার যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ১৫ থেকে ২০ জন অবরোধ সমর্থক তার অটোরিকশাটি লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। অটোরিকশার গতি কমালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে অটোরিকশাটি ভাঙচুর করেন। এ সময় তিন যাত্রীসহ চালক দৌঁড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অটোরিকশাটি পুড়ে ফেলে।
অটোরিকশার চালক ইব্রাহীম আরও জানান, দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে তিনিসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছেন।