শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরে সন্ত্রাস, হরতাল-অবরোধ, নকল মুক্ত ও নিরাপদ পরিবেশে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের মাধবপুর মহল্লায় শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থী এবং এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়া একই সময়ে সরকারি ভিক্টোরিয়া একাডেমীতেও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।