সহিংসতা রোধে পাবনার ঈশ্বরদীতে আইনশৃঙ্খখলা নিয়ে মতবিনিময় সভা

ঈশ্বরদী থেকে স্বপন কুমার কুন্ডু: চলমান সহিংসতা ও নৈরাজ্য রোধে ঈশ্বরদীতে বিশেষ আইনশৃঙ্খখলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ঈশ্বরদী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মেরাজ উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি, বণিক সমিতির সেক্রেটারি কামাল উদ্দিন মিঠু, বকুল সরদার, ইউনিয়ন কমিউনিটি পুলিশের সম্পাদক আব্দুর সাত্তার মেম্বার প্রমূখ।