বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: মৌসুম না হলেও হঠাৎ করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এতে ইলিশ মাছের মোকামগুলো সরগরম হয়ে উঠেছে। দীর্ঘদিন পর কাজ পেয়ে এখানকার মৎস্য শ্রমিকরা আনন্দিত। লাগাতার অবরোধ-হরতালে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকায় বরিশালের পাইকারি মোকামে দরও তুলনামূলকভাবে কম। ফলে সাধারণ মানুষ কিছুটা কম দামে ইলিশ কেনার সুযোগ পাচ্ছে।
মৎস্য ব্যবসায়ী ও জেলেরা জানান, গত কয়েকদিন ধরে বরিশালের হিজলার মেঘনা, মেহেন্দিগঞ্জের মেঘনা ও কালাবদর, ভোলার চরফ্যাশনের মেঘনা, ইলিশা এবং সাগর মোহনার প্রতিটি নদীতেই বড় আকারের ইলিশ ধরা পড়ছে। কিন্তু অবরোধের কারণে এসব মাছের বেশিরভাগই বরিশাল ও পটুয়াখালীর মোকামগুলো থেকে সড়কপথে দেশের অন্যত্র পাঠান যাচ্ছে না। তবে নৌপথে কিছু মাছ খুলনা ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় গেলেও তা তুলনায় কম। রোববার বরিশালের পাইকারি বাজারে প্রতিমণ বড় ইলিশ বিক্রি হয়েছে ২১ থেকে ২২ হাজার টাকা দরে। এসব ইলিশের ওজন ৮০০ গ্রাম থেকে সাড়ে ৯০০ গ্রামের মধ্যে । এর চেয়ে ছোট আকারের ইলিশ বিক্রি হয়েছে ১৬ থেকে ১৮ হাজার টাকা দরে। সপ্তাহখানেক আগেও এরকম ইলিশের দাম ছিল প্রতিমণ দু থেকে তিন হাজার টাকা বেশি।
তবে জাটকা নিধন বন্ধের এ সময়ে রোববার পর্যন্ত ইলিশের যেসব অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে সেখান থেকেও মাছ আহরণ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জাটকা নিধন কার্যক্রম গ্রহণের ফলে দেশে গত অর্থবছরে ইলিশের সহনীয় আহরণ ও উৎপাদন ৩ লাখ ৮৫ হাজার টনে উন্নীত হয়েছে বলে দাবি করছে মৎস্য অধিদপ্তর।