কাউখালী থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে হরতাল ও অবরোধমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
রোববার সকালে ঘণ্টাব্যাপী শহরের মুজিব চত্বরে সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শিক্ষক কর্মচারীর উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে এই মানববন্ধন কর্মসুচি পালন করে। ছাত্রছাত্রীদের দাবি শান্তিপূর্ণ পরিবেশে যেন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি তপংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, শিক্ষক বাবর তালুকদার, আ. রাজ্জাক, মাহমুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র বেপারীপ্রমুখ।
এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, সামাজিক ও সংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।