এসএসসি পরীক্ষা শুরুর বিষয়ে সিদ্ধান্ত দুপুর নাগাদ জানা যাবে

হরতাল অবরোধের মধ্যে সোমবার থেকেই এসএসসি পরীক্ষা শুরু হবে কি না-তা দুপুর নাগাদ জানা যাবে । শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার বেলা ১২টার দিকে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষা নিয়ে সরকারের সিদ্ধান্ত জানাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কক্ষে জরুরি সভা শুরু হয়েছে। সভা শেষে এসএসসি পরীক্ষা শুরু বিষয়ে জানানো হবে।

শিক্ষা সচিব নজরুল ইসলাম খানসহ শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই সভায় উপস্থিত রয়েছেন।

সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা, যাতে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ।