গোপলগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাল সেচে মাছ ধরায় জেলের জরিমানা

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাল সেচ দিয়ে মাছ শিকার করার অপরাধে সোলেমান মোল্যা (৬০) নামের এক জেলেকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার বেথুড়ী গ্রামের তালবাড়ি এলাকায় সরকারি খাল বাঁধ দিয়ে সেচে মাছ শিকার করার সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে যান। এসময় তিনি বিষয়টি রামদিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রথীন্দ্রনাথ তরফদারকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলে সোলেমান মোল্যাকে আটক করে।

বিকালে ভ্রাম্যমান আদালতে সোলেমানকে সোপর্দ করা হলে আদালতের বিচারক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে তিন হাজার টাকা জরিমানা করেন।