ঝিনাইদহে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঝিনাইদহে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রোববার সকাল ১১টার দিকে মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

LIG -JH.
ঝিনাইদহ আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি নুর-জাহান বেগম, জেলা যুব লীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা যুব লীগের আহবায়ক নুর-এ-আলম বিপ্লব, জেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহামেদ প্রমুখ।

সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, ২০ দলীয় জোটের অবৈধ হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।