দিনাজপুরে ৮টি ট্রাক ও নাইট কোচ ভাংচুর, পেট্রোল বোমায় ট্রাক চালক-হেলপার দগ্ধ

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে হরতাল-অবরোধকারীরা হামলায় আটটি ট্রাক ও তিনটি নাইট কোচ ভাংচুর করেছে। এর মধ্যে পেট্রোল বোমায় একজন ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন।

বিএনপির ডাকা রোববার সকাল থেকে ৭২ ঘন্টা হরতালের সমর্থনে গত শনিবার রাত ৮টায় বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া নামকস্থানে হরতাল সমর্থকরা তিনটি নাইট কোচ ও পুলহাট এলাকায় দুটি ট্রাক ভাংচুর করে। রাত ৯টায় দিনাজপুর শহরের সুইহারীতে জামায়াত-শিবির ঝটিকা মিছিল করে একটি ট্রাক ও একটি দোকান ভাংচুর করে।

গত শনিবার মধ্যরাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ নামকস্থানে ধান বোঝাই একটি ট্রাকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এর মধ্যে দুটি বোমা ট্রাকের কেবিনে বিস্ফোরিত হলে চালক ইউনুস আলী (৪০) ও হেলপার রুবেল (২২) অগ্নিদগ্ধ হন। দুজনের বাড়ী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলায়।

পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি পেট্রোল বোমা উদ্ধার করেছে। রাত ৯টায় একই উপজেলার মিতালিগুচ্ছ গ্রামের সামনের সড়কে অবরোধকারীরা চারটি ট্রাক ভাংচুর করে।