ধনবাড়ী থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার এবং হরতার অবরোধ প্রতাহারের দাবিতে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসে কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোব্বার সকালে মধুপুর ও ধনবাড়ী উপজেলা সদরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মধুপুর উপজেলা সদরের রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গাঙ্গাইর আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী নবাব ইন্সটিটিউট, সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী কলেজিয়েট হাই স্কুলের ও ধনবাড়ী আলিম মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী ময়মনসিংহ রোডের নতুন বাজার এলাকা থেকে থানামোড়, টাঙ্গাইল রোডের গাঙ্গাইর আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এবং ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে রাস্তার দুই পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধন করেছে।