নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাংলা বাজারের পাঁচবাড়িয়া এলাকায় বিজিবি সদস্যদের বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে পাঁচ বিজিবি সদস্য আহত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে টহলরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যদের সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, অবরোধ ও হরতালে সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছিল। রোববার দুপুরে পাঁচবাড়িয়া এলাকায় বিজিবি সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে পাঁচজন বিজিবি সদস্য আহত হন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।