বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে এসএসসি পরীক্ষায় নিরাপত্তা প্রদান ও নাশকতা প্রতিরোধে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। রোব্বার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ. রইচ সেরনিয়াবত।
তিনি আরো জানান, উপজেলার বিএইচপি কেন্দ্রে লিটন তালুকদার, এসএম বালিকা বিদ্যালয়ে আ. ছত্তার মোল্লা, গৈলা কেন্দ্রে হালিমুজ্জামান হালিম, বাশাইল ভেন্যুতে মতিউর রহমান হাওলাদার, বারপাইকায় রবীন্দ্র নাথ হালদার ও বাগধায় আবুল বাশার হাওলাদারকে প্রধান করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। ওই কমিটির কার্যক্রম মনিটরিং এর জন্য আ. রইচ সেরনিয়াবতকে প্রধান করে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের মনিটরিং কমিটি। হরতাল আর অবরোধে যাতে করে পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে কোন ধরণের বাধার সম্মুখীন না হয় এজন্য তাদের এই কমিটি গঠন করা।