রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নগরীতে বিএনপির নেতৃত্বে ২০ দলের ডাকা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিনে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। দোকানপাট ব্যবসা প্রািতষ্ঠান খোলা রয়েছে। নগরীতে রিকশা, ইজিবাইকসহ বেশির ভাগ যান চলাচল করছে।
সকালের দিকে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়। এদিকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকলেও আন্ত:জেলা রুটে পুলিশী পাহারায় বাস ও ট্রাক চলছে।
হরতালের সমর্থনে বিএনপির কোনো নেতা কর্মীকে নগরীর কোথাও পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। তবে ছাত্র শিবিরকর্মীরা হরতালের সমর্থনে সকালে নগরীর দর্শনা এলাকায় ঝটিকা মিছিল করেছে। সম্ভাব্য গোলযোগের আশংকায় নগর জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে পুলিশ নাশকতার আশংকায় ১১ জামাত, ৪ বিএনপি ও অন্যান্য ৪১জনসহ মোট ৫৬ জনকে আটক করেছে