রংপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, ঘাতক ট্রাক তাড়া করতে যেয়ে প্রাণ গেল আরেকজনের

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নগরীর দমদমা ধর্মদাস এলাকায় ট্রাকের সাথে যাত্রীবাহী মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ট্রাকটিতে ধরতে যেয়ে আরেক যুবক নিহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে রংপুরের পীরগঞ্জ থেকে মাহিন্দ্র গাড়ি যাত্রী নিয়ে রংপুরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাঈ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এসময় মতিন নামে এক যুবক ঘাতক ট্রাককে ধরার জন্যে পিছু ছুটলে অপর এক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মতিনের বাড়ি ধর্মদাস সর্দ্দার পাড়া এলাকায়। তার বাবার নাম শাহাজাহান।

তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।