লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশায় পেট্রলবোমা, দগ্ধ-৪

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের সরকারি মহিলা কলেজ এলাকায় সিএনজি অটোরিকশায় পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে সিএনজির যাত্রী আশেক, সুমন হোসেন, আবদুল করিম ও অজ্ঞাত আরও একজনসহ চারজন দগ্ধ হয়েছেন। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুর শহরের উদ্দেশে রওনা হয় সিএনজি অটোরিকশাটি। রাত নয়টার দিকে নতুন সরকারি মহিলা কলেজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত সিএনজিটিকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে। এতে সদর উপজেলার মজুপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আশেক, ফয়েজ আহমদের ছেলে সুমন, ইব্রাহিম হোসেনের ছেলে আবদুল করিম ও অজ্ঞাত সিএনজিচালকসহ চার জন দগ্ধ হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে অজ্ঞাত সিএনজিচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
লক্ষ্মীপুর।
০১৭১০ ৬৩৯৯৯৯
তারিখ : ০১-০২-২০১৫খ্রি