শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরে ব্যক্তি উদোগে নির্মিত রাস্তার জমির দলিল হস্তান্তর ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোব্বার (১ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া গ্রামে সাদত মৎস খামারের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদীর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত ভাতশালা-পাকুরিয়া ইউনিয়নের সংযোগ সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তার জমির দলিল হস্তান্তর করেন। পাকুরিয়া ও ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এই দলিল হস্তান্তর করা হয়।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চেয়ারম্যান ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি ও ভাতশালা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক। এসময় আরো উপস্থিত ছিলেন পাকুরিয়া ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন , সাকী অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল নাহি জিন্নুর সাকী, এস এ টিভির শেরপুর প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল, দৈনিক তথ্যধারার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান মোরাদ, সাংবাদিক কামরুল হাসান ইমন, স্থানীয় ওয়ার্ড় মেম্বার মো. ইদ্রিস মিয়া, সমাজ সেবক জুনাব আলী ফকির, জিবি এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী মো. বেলাল হোসেন, চান মিয়াসহ প্রমুখ ।
পরে স্থানীয় দুস্থ শীর্তাতদের মাঝে দুইশতাধিক কম্বল বিতরণ করা হয় ।