হরতালের দিনগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার দুপুর ১২টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
সোমবারের পরীক্ষা শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে।
সোমবার থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।