পাবনা থেকে স্বপন কুমার কুন্ডু: টানা অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে পাবনায় পরিবহন শ্রমিকরা সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকয় শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধন অনুষ্ঠানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, ভারপ্রাপ্ত সম্পাদক একরাম হোসেন, সহ-সভাপতি জীবন কুমার সরকার, যুগ্ম সম্পাদক আলাল উদ্দিন আলাল প্রমূখ। এসময় বক্তারা অবরোধের নামে, সারাদেশে সহিংসতা, পেট্রোল বোমায় শ্রমিক হত্যা ও দগ্ধ করার প্রতিবাদ জানিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দিকে তাকিয়ে অবিলম্বে হরতাল অবরোধ প্রত্যাহারের জন্য আহ্বান জানান।