বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ড্র করলেই চলত। তবে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকদের আনন্দে মাতিয়ে উজ্জীবিত ফুটবল খেলে বাংলাদেশ ১-০ গোলের জয় নিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।
খেলার ৪০ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে খেলার একমাত্র গোলটি করেন। বাঁ প্রান্ত থেকে শ্রীলঙ্কার ডি-বক্সের মাথায় সোহেল রানার পাঠানো বলটি বুক দিয়ে সামনে ঠেলে দেন এমিলি। কিছুটা দূর থেকে দৌড়ে এসে অসাধারণ শটে শ্রীলংকার গোলরক্ষককে পরাভূত করে বল জালে জড়ান হেমন্ত।
স্কোরলাইনটা আরো বড় করার একাধিক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। খেলার আট মিনিটে গোলমুখে পড়া রায়হানের লম্বা থ্রো থেকে প্রথম সুযোগটি আসে। তবে কোনো খেলোয়াড় বলে টোকা দিতে পারেননি। ১০ মিনিটে শ্রীলংকার গোল সীমানায় হেমন্তের ক্রস করা বলটিতে শট নেওয়ার জন্য কাছাকাছি কোনো খেলোয়াড় ছিল না। ২১ মিনিটে জাহিদের শট বারের ওপর দিয়ে চলে যায়।
খেলার ৫২ মিনিটে জাহিদের বাড়ানো বল পেয়ে লংকান রক্ষণভাগের একজনকে কাটিয়ে হেমন্তের নেওয়া শটটি সরাসরি লংকান গোলরক্ষক সুজান পেরেরার হাতে বন্দি হয়।
শ্রীলংকা গোল পরিশোধের সুযোগ পায় খেলার ৬২ মিনিটে। বাংলাদেশের গোলরক্ষক শহীদুল বেরিয়ে এসে বল ক্লিয়ার করতে যেয়ে শ্রীলংকার ইশানকে মাটিতে ফেলে দিলে কাতারের রেফারি খামিস মোহাম্মদ পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু রোশানের নেওয়া পেনাল্টি কিক প্রতিহত করেন শহীদুল। ফিরতি শটটিও অসাধারণ দক্ষতায় আটকে দেন তিনি।
খেলার ৮৫ মিনিটে হেমন্তের নেওয়া শটটি এরাঙ্গা গোলমুখ থেকে কোনোরকমে ক্লিয়ার করে শ্রীলংকাকে বিপদমুক্ত করেন।
হেমন্ত প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
সূত্র: বাফুফে ওয়েবসাইট