জামায়াত-বিএনপির নাশকতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রলীগের সমাবেশ, মানববন্ধন

বাগেরহাট থেকে বাবুল সরদার: জামায়াত-বিএনপির দেশব্যাপী নাশকতা ও মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন পালিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বাগেরহাট প্রেস ক্লাবের সামনে অনুষ্টিত এ কর্মসূচীতে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ ও প্রজন্মলীগ একাতœতা প্রকাশ করে।

Bagerhat Photo 1 (02.02.2015)
বাগেরহাটে ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য দেন সরদার ফখরুল আলম সাহেব, মিনা হাসিবুল হাসান শিপন, সরদার মাসুদুর রহমান, খান মুজিবর রহমান, পারভীন আহমেদ, তালুকদার আব্দুল বাকি, মাসুম হাওলাদার, মীর জায়েসী আশরাফী জেমস, আবুল কালাম আজাদ মিন্টু, সেখ সেলিম রেজা, সেখ বশিরুল ইসলাম বশির, ইবনে মিজান হিরু, আবুল হোসেন শিপন, সরদার বদিউজ্জামান, সেখ আজমল হোসেন, মাসুম হাওলাদার, মাহাফুজুর রহমান বিপু, আব্দুল লাহিল, তারেক মোল্লা,আরাফাত খন্দকার, রাইসুল ইসলাম কৌশিক, অলোক চক্রবর্তী, হাওলাদার মনিরুজ্জামান মনি সালমান শুভ, সানি বিশ্বাস, গৌরঙ্গ সাহা, লিটন সাহা, রাজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপিসহ ২০ দলীয় জোট হরতাল অবরোধের নামে দেশে নাশকতা চালাচ্ছে। এসএসসি পরীক্ষা ও পহেলা জানুয়ারিতে বই বিতরণের দিনে হরতাল ডেকে তারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে। গত ২৬ দিনে তারা কয়েকশ গাড়ি জ¦ালিয়ে দিয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষকে পেট্রোল বোমা ছুঁড়ে হত্যা করছে। তাদের হাত থেকে ছোট শিশুরাও রক্ষা পাচ্ছেনা। অবিলম্বে এই নৈরাজ্য ও অরাজকতা বন্ধ না করা হলে ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।