ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঝিনাইদহ জেলা যুবদল ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে হরতালের সমর্থনে বিহ্মোভ মিছিল করেছে । সোমবার সকালে মিছিলটি অনুষ্ঠিত হয়।
শহরের ওয়াজির আলী হাই স্কুলের সামনে থেকে জেলা যুবদলের সিনিয়ির যুগ্ম আহবায়ক আহসান হাবিব রণকের নেতৃত্বে মিছিলটি বের হয়ে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের সিনিয়ির যুগ্ম আহবায়ক আবুল বাশার বাশি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সরকারি কেসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, মেহেদি হাসান প্রমুখ।