রেললাইনের পেন্ডল ক্লিপ খুলে নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটের ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব গোভানিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ঘটনাকে ‘দুষ্কৃতকারীদের নাশকতা’ বলে উল্লেখ করে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মুরাদ হোসেন জানান, পেন্ডল ক্লিপ খুলে ফেলায় ওই স্থানে ট্রেন আসরা সাথে সাথেই ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনটি ছিটকে পাশের আরেকটি রেললাইনে পড়ায় ওই পথেও রেল রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনায় নাসিরাবাদ এক্সপ্রেসের চালক ইউসুফ ও চালকের সহকারী কামাল আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের অন্য যাত্রীরা আহত হননি। কিন্তু স্থানীয়দের দাবি, তাঁরা অন্তত ১০ জন আহত যাত্রীকে দেখেছেন।
মুরাদ হোসেনের তথ্যমতে, সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু উদ্ধারকারী ট্রেনটির টেনে তোলার ক্ষমতা কম হওয়ায় সেটি দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি টেনে তুলতে পারেনি। এ কারণে আরেকটি উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেবে।