নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শিশু হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে কেন্দুয়া উপজেলার পাহাড়পুর গ্রামের নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং অপর মামলায় এক শিশু হত্যার অভিযোগে দুর্গাপুর উপজেলার বন্দ উষান গ্রামের ইমাম হোসেন ও ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার রংসিংপুর গ্রামের লাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া যাবজ্জীবন প্রাপ্ত দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক দুইটি মামলায় নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০০ সালের ২০ জুলাই রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম তার স্ত্রী ছুফিরা বেগমক শ্বাস রোধ করে হত্যা করে। এঘটনায় নিহতের বড় ভাই আঃ রশিদ বাদি হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে। পুলিশ তদন্ত শেষে ২০০৩ সালের ৩০ জানুয়ারি নুরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অপর মামলার যাবজ্জীবন প্রাপ্ত দুই আসামি পূর্ব শত্রুতার জের ধরে ১৯৯৬ সালের ১৮ জুন রাতে দুর্গাপুর উপজেলার বন্দ উষান গ্রামের শিশু সমতাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে। সাক্ষ্যপ্রমান শেষে আদালত সোমবার এই দুই রায় দেন।