প্রচারপত্র, চাঁদার রশিদসহ রাজশাহীতে ৫ শিবির নেতাকর্মী আটক

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে জিহাদি বই, প্রচারপত্র ও চাঁদা আদায়ের রশিদসহ শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫ রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর মতিহার থানার নওদাপাড়া শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে শিবিরের নওদাপাড়া ইউনিট সভাপতিসহ ৫ জনকে আটক করে।

আটককৃতরা হলেন নওদাপাড়া ইউনিট সভাপতি আবদুল মান্নান (২৫), নগরীর কাটাখালী এলাকার পলাশ আলী (১৯), আরিফুল ইসলাম (২৮), শ্যামপুর গোয়ালপাড়া এলাকার কামরুল ইসলাম (১৮) ও একই এলাকার ছানাউল্লাহ (১৯)।