বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের জয়শ্রী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত মো. সেলিম (৩৫) উপজেলার পূর্ব ধামসর গ্রামের মো. সেকান্দার মিয়ার ছেলে। সোমবার সকাল ৭টায় সেলিম নিহত হন।
উজিরপুর থানার উপপরিদর্শক মো. মনসুর আহমেদ জানান, ভোর বেলা সাইকেল যোগে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন সেলিম। পথিমধ্যে জয়শ্রী নামক স্থানে ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সেলিমকে মহাসড়কে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এব্যাপারে এখনো কোন মামলা হয় নাই।