বাগেরহাটে বিএনপি ও জামায়াতের নেতাসহ আটক ১৭

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে কচুয়ার গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সহসভাপতি শিকদার আজহার আলীসহ বিএনপি ও জামায়াতসহ তাদের ছাত্র-যুব সংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) আটককৃতদের মধ্যে ৫ জন বিএনপি ও ১২ জন জামায়াত শিবিরের নেতাকর্মী। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, অবরোধ-হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলাব্যাপী পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতসহ তাদের ছাত্র-যুব সংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে এ দিন দুপুরে আদালতে পাঠানো হয়েছে।