বাগেরহাট থেকে বাবুল সরদার: প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বিষমুক্ত লাভজনক ফসল উৎপাদনের ওপর বাগেরহাটে কৃষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সদর উপজেলা অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্ভোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান। কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ সরদার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনোজিৎ মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া সুলতানা, হর্টিকালচার প্রশিক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, কৃষি-উপসহকারি হেমায়েত হোসেন, বিকাশ সরকার, এসকেন্দর আলী, রুস্তুম আলী, প্রাক্তন কৃষি কর্মকর্তা সৈয়দ আব্দুল মতিন প্রমুখ।
প্রশিক্ষণে ৩৭৫ জন কৃষক-কৃষানী অংশ নেন। ১৫ টি ব্যাচে ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্টিত হবে।
বাগেরহাটে বিষমুক্ত লাভজনক প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠান