ভোলা থেকে আবু সাবিত: ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনায় চারদিন আগে ডুবে যাওয়া ট্রলারের হতভাগ্য এক শিশু জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমাবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে তজুমদ্দিন পুলিশ। তবে ট্রলারে থাকা অপর পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যহত রয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে শাজাহান মাঝির ট্রলার নিয়ে ছয় জেলে মেঘনায় ঝড়ের কবলে পড়ে। এসময় ট্রলার উল্টে ছয় জেলে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া জেলেরা হলেন: শরীফ মাঝি (৪০), হাসান (১৮), রাজিব (২৫), সিরাজ (১৭), আলাউদ্দিন (১৫) ও হৃদয়।
তজুমদ্দিন থানার ওসি হুমায়ুন কবির বলেন, উদ্ধার করা লাশ সোমবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে মেঘনায় এখনো অভিযান চলছে বলে তিনি জানান।