রংপুরে ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে

রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপির নেতৃতাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বিভাগীয় শহর রংপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে।

RANGPUR HORTAL 2ND DAY PHOTO 02
হরতালের দ্বিতীয় দিনে রংপুর শহর

হরতালের সমর্থনে আজও (১ ফেব্রুয়ারি) কোন মিছিল কিংবা পিকেটিং করতে কাউকে দেখা যায়নি । নগরীর অধিকাংশ দোকানপাট খোলা ছিল। দূরপাল্লার যানবাহন ছাড়া সকলধরনের যানবাহন চলাচল করেছে । ট্রেন চলাচল করছে স্বাভাবিকভাবে । আইন শৃংখলা রক্ষায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশ মাতায়েন রয়েছে ।

এদিকে নাশকতার আশংকায় চার জামাত ও দুজন বিএনপি কর্মীসহ মোট ৩৭ জনকে আটক করেছে পুলিশ।