রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপির নেতৃতাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বিভাগীয় শহর রংপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে।
হরতালের সমর্থনে আজও (১ ফেব্রুয়ারি) কোন মিছিল কিংবা পিকেটিং করতে কাউকে দেখা যায়নি । নগরীর অধিকাংশ দোকানপাট খোলা ছিল। দূরপাল্লার যানবাহন ছাড়া সকলধরনের যানবাহন চলাচল করেছে । ট্রেন চলাচল করছে স্বাভাবিকভাবে । আইন শৃংখলা রক্ষায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশ মাতায়েন রয়েছে ।
এদিকে নাশকতার আশংকায় চার জামাত ও দুজন বিএনপি কর্মীসহ মোট ৩৭ জনকে আটক করেছে পুলিশ।