রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর শহরের খামারপাড়া এলাকায় তাবলিক জামায়াতের নির্মাণাধীন ছয়তলা ভবনের দুতলার ছাদ ধ্বসে চাপা পড়ে আহত হয়েছে আট নির্মাণ শ্রমিক।
দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার দুপুরের দিকে হঠাৎ করে মসজিদের নির্মাণাধীন ভবনের দুতলা ছাদ বিকট শব্দে ভেঙ্গে পরে। ছাদের নিচে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলো তা স্পষ্ট করতে পারেনি উদ্ধারকর্মীরা। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট উদ্ধার কাজে নামে। গতকাল রোব্বার পর্যন্ত জীবিত অবস্থায় আটজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।