রাজশাহীতে দুটি ট্রাকে পেট্রোলবোমা হামলা, চালক ও হেলপার দগ্ধ

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর সিটি বাইপাস ও ছোটবনগ্রাম এলাকায় পৃথক দুটি বালুবাহী ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়েছেন চালক ও তার সহকারী। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ দুটি ঘটনা ঘটে। আহত চালক সাইদুর ও তার সহকারী শহিদুল এবং অপর ট্রাকের চালক ফারুককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ট্রাকটি সিটি বাইপাস এলাকায় বালু নামিয়ে ফিরে আসার পথে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে চালক সাইদুর ও তার সহকারী শহিদুল দগ্ধ হন। নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, একই সময় নগরীর ছোটবনগ্রাম এলাকায় আরেকটি বালুবাহী ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারলে দগ্ধ হন চালক ফারুক হোসেন।