রায়পুরে শিবির নেতার এক বছরের কারাদণ্ড

রায়পুর থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুরে সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুরের ঘটনায় মো. নাজিম উদ্দিন (২৫) নামে এক শিবিকর্মীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Raipur (Lakshmipur) Correspondent News 02-02-2015
সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নাজিম

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম এ রায় প্রাদন করেন। নাজিম রায়পুর পৌরসভার মধুপুরের সফিকুল ইসলামের ছেলে। তিনি পৌর ৫নং ওয়ার্ড শিবিরের সেক্রেটারি ছিলেন বলে শিবির সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সোমবার সকালে রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা সড়কের মৎস্য প্রজনন কেন্দ্রের গেটের সামনে শিবিরকর্মীরা পিকেটিং করে। এসময় তারা কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করে। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নাজিম উদ্দিনকে আটক করে। দুপুরে আটক নাজিমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের সশ্রম কারাদন্ডের রায় দেন।

তবে নাজিমের পরিবার দাবি করেছেন নাজিমকে মাদ্রাসায় যাওয়ার পথে সন্দেহজনকভাবে আটক করে।

রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হওয়ায় তাকে আদালত শাস্তি দিয়েছে।