কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : সহিংস রাজনীতি ছেড়ে শান্তিপূর্ণভাবে ব্যবসা করার সুযোগের দাবিতে কিশোরগঞ্জে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। আজ (২ ফেব্রুয়ারি) সোমবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের স্টেশনরোডে জেলা দোকান মালিক সমিতির ব্যানারে এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়।
সমিতির সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। এসময় দুই নেত্রীর মধ্যে সমঝোতার শ্লোগান সংবলিত প্লাকার্ডও বহন করা হয়।