শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক সাহেব আলী (৫০) নিহত ও চারজন আহত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে কুলুরচর বেঙ্গের মোড়ে জামালপুরগামী রড বোঝাই ট্রাকের সাথে শেরপুরগামী যাত্রী বোঝাই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গুরুত্বর আহত চারজনকে জামালপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ট্রাকটি আটক করেছে। শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।