কাউখালীতে বরিশাল বিভাগীয় কমিশনারের স্কুল পরিদর্শন

কাউখালী থেকে রবিউল হাসান রবিন: সোমবার (২ ফেব্রুয়ারি) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস। সমবেত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের বিনামূল্যে বই, উপবৃত্তি প্রদানসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

kowkhali-2
বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক

তিনি এই বিদ্যালয়ের গত কয়েক বছরের ফলাফল পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন ও এসএমসির সভাপতি মাহমুদ খান খোকন প্রমুখ।