গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন সুদের টাকার জন্য এক স্কুল শিক্ষকের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। বাধা দিতে গিয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের জন্মেজয় এলাকায়।
জানা গেছে, জন্মেজয় গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবুল হোসেন একই গ্রামের দাদন ব্যবসায়ী বেলাল হোসেনের কাছ থেকে দু বছর আগে এক লাখ ৮০ হাজার টাকা দাদন নেন। পরে ওই স্কুল শিক্ষক বেলালকে ছয় লাখ টাকা পরিশোধ করেন। এরপরও দাদন ব্যবসায়ী বেলাল হোসেন স্কুল শিক্ষক আবুল হোসেনের কাছে আরও দেড়লাখ টাকা দাবি করে আসছিল।
বেলাল দাবিকৃত টাকা না পেয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লোকজন নিয়ে ঘন্টাব্যাপী তাণ্ডব চালিয়ে আবুল হোসেনের আধাপাকা ইটের ঘর ও রান্নাঘর ভেঙে গুড়িয়ে দেন। এসময় আবুল হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী পিয়াসের ঘর থেকে বইপত্রসহ মালামাল নিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে বেলালের লোকজনের হাতে মোসলেম উদ্দিন (৪৩), খুকি বেগম (৪৫) ও আবুল হোসেনের ছেলে রাসেল গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।