রংপুর থেকে জয়নাল আবেদীন: হরতাল-অবরোধে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের আর্থিক সহায়তা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু ।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের দেখেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় তিনি চিকিৎসাধীন ১০ জনকে পাঁচ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
রংপুর মেডিকেল কলেজর অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালক আব্দুল কাদের খান, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল বার্ণ ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মারুফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
বার্ন ইউনিট পরিদর্শন শেষে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু সাংবাদিকদের বলেন, যারা হরতাল অবরোধে পুড়িয়ে মানুষ হত্যা করছে সেইসব বোমাবাজদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে ।